muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে স্কুল পর্যায়ে ওয়াশ সচেতনতা বিষয়ক র‌্যালী ও আলোচনা সভা

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। “নিরাপদ পানির ব্যবহার, সুস্থ্য জীবনের অঙ্গীকার”এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বে-সরকারী উন্নয়ন সংস্থা পপি-ওয়াটার ক্রেডিট প্রোগ্রাম কিশোরগঞ্জ এর সার্বিক সহযোগীতায় সকল কাজে নিরাপদ পানির ব্যবহার, স্বাস্থ্যসম্মত পায়খানা এবং ব্যক্তিগত ও পারিপার্শিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থী ও জনসাধারনের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার সালূয়া ইউনিয়নের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৬ এপ্রিল সোমবার ওয়াশ সচেতনতা বিষয়ক এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালিটি এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয় হইতে বের হয়ে ডুমরাকান্দা বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পূনরায় বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাত, সালূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ মাহবুবুর রহমান, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মোঃ মাইন উদ্দিন, ডুমরাকান্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন মোঃ আলী আকবর খাঁন, পপি- কিশোরগঞ্জ জেলার ওয়াটার ক্রেডিট প্রোগ্রাম এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সনজুর রহমান, ভৈরব জোনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাসুদ পারভেজ, বাজিতপুর উপজেলার সরারচর জোনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ রেজোয়ানুল হক, কুলিয়ারচর উপজেলার বাজরা শাখার ম্যানেজার মোঃ আজহার আলী, আগরপুর শাখার ম্যানেজার মোঃ জোবায়ের ভূঁইয়া, ভৈরব উপজেলার আগানগর শাখার ম্যানেজার মোঃ খলিলুর রহমান, ওয়াটার ক্রেডিট এর প্রজেক্ট ইঞ্জিনিয়ার আবু তারেক, ফাইনাস অফিসার মোঃ মিজানুর রহমান, ওয়াটার ক্রেডিট এর সাব এসিস্টেন্ড ইঞ্জিনিয়ার তাজীমুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীগণ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tags: