muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

সরকারী চাল অবৈধ ভাবে বিক্রির দায়ে লাইসেন্স বাতিল!

নাজমুল হাসান নিরব,ফরিদপুর চরভদ্রাসন থেকে ।। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আইন অমান্য করে  সরকারী চাল বিক্রির দায়ে আমীর হোসেন নামের  এক ব্যক্তির লাইসেন্স ও ডিলারশিপ বাতিল করা হয়েছে।

আমীর সদর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার। গতকাল রাত সারে ৯ টার দিকে  চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার গোপন সংবাদের ভিত্তিতে  চরভদ্রাসন সদর বাজারের চাল ব্যবসায়ী মো: মিরাজ এর গোডাউন হতে  ২৮ বস্তা সরকারী চাল আটক করেন।জব্দকৃত চাল নিরাপদ  স্থানে সমপ্রসারনের জন্য শ্রমিক না পাওয়ায় তা উক্ত গোডাউনে তালা বদ্ধ করে রাখা হয়।

এ সময়  মো:মিরাজ স্বীকার করে বলেন তিনি বাজার ব্যাবসায়ী  কাদের ফকিরের ছেলে আমীর নামক এক ডিলার এর কাছ থেকে  ৫০ কেজির ২৮ বস্তা চাল ক্রয় করেছেন ।তার বক্তব্যের সত্যতার প্রমান মিললে বুধবার সকালে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে  জব্দকৃত চাল সরকারী হেফাজতে নেওয়া হয়।এবং  সরকারী নির্দেশ অমান্যের দায়ে আমীরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

Tags: