muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

মীরসরাইয়ে কালবৈশাখী ঘূর্ণীতে পথচারীসহ আহত ৫

মোহাম্মদ মাসুদুজ্জামান রাজীব, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ।। চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার উপকূলীয় চরাঞ্চল চুনিমিঝির টেক গ্রামের পাউবো বেড়ীবাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে সোমবার দুপুর ১টায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করা বেড়ীবাঁধ এলাকায় একই গ্রামের আবু জাফর নামের একজন বাসিন্দা বসত বাড়ী করে ৬বছর আগে।যার হোল্ডিং নং ৫৯৪।তিনি তার বাড়ী সংলগ্ন বাঁধের পাশে একটি ছোট দোকান পরিচালনা করে।সোমবার দুপুরবেলা হঠাৎ ঝড়ো হাওয়া বয়ে গেলে তার বাড়ী ও দোকান ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়।এ সময় তার বাড়ী ও দোকান বেড়ীবাঁধ থেকে কমপক্ষে আধ কিলোমিটার দূরে নিয়ে যায়।তার দোকানে থাকা মৎস্য চাষী ও স্থানীয় লোকজন কিছু বোঝার আগে সব লন্ডবন্ড করে ভয়াল কাল বৈশাখী।
এ সময় বয়ে যাওয়া ঝড়ে মৎস্য খামারে কর্মরত লক্ষণ, পথচারী সাখাওয়াত,সাইফুল, সোহেল,খোকন,ফজলুল,রাকিব প্রমুখ আবু জাফর এর বসত বাড়ীর টিন,পিলার ও গাছও দোকানঘরটির আসবাবপত্র তাদের সজোরে আঘাত করে।বসতবাড়ী ও দোকান মালিক আবু জাফর এ বিষয়ে মুক্তিযোদ্ধার কণ্ঠ কে বলেন তার পরিবার কোনরকম দোকান পরিচালনা করে জীবিকার্জন করে।তার উপার্জন করার একমাত্র প্রতিষ্ঠান টি ঝড়ের কবলে পড়ে নিঃস্ব হয়ে পড়ে হতাশার সম্মুখীন হয়ে পড়ে এবং পরিবারের আট নয়জন লোকজনের বসতঘরটি ঝঁড়ের কবলে পড়ে ঘর হারা হয়ে জীবন অতিবাহিত করা লাগবে।ঝঁড়ে আশংকাজনক অবস্থায় ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের স্থানীয় লোকজনের সহযোগীতায় মস্তান নগর সরকারী হাসপাতাল ভর্তি করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সব চাইতে বেশীক্ষতিগ্রস্ত হয় মৎস্যচাষী বিপুল সেনের প্রকল্পে কর্মরত লক্ষণ।তার মাথায় প্রচুর আঘাতে রক্তক্ষরণ হয়।অন্যরা এখন মোটামুটি সুস্থ হলে ও শরীরের বিভিন্ন জায়গায় ব্যাথা বিরাজ করছে।ঘটনাটি ঘটার পর উৎসুক জনতা এক নজর দেখার জন্য ঘটনাস্থলে ভীড় করে।উপকূলীয় এলাকায় এ ধরণের পরিস্থিতির জন্য দায়ী করে সামাজিক বনায়নের আওতাভুক্ত না হওয়াকে।পাউবো এক কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দাবী করেন আমরা ১৯৮৮সালে জমি অধিগ্রহণ করে বেড়ী বাঁধ নির্মাণ করে সামাজিক বনায়নের আওতায় গাছ রোপণ করেছিলাম।
কিন্তু তৎকালীন ক্ষমতাসীন লোকজন এ সব গাছ রাতের আধাঁরে উজাড় করার ফলে কাল বৈশাখী ঝড়ের সম্মুখীন হয়ে ক্ষতিগ্রস্ত হওয়া একমাএ কারণ বলে মন্তব্য করেন।আসুন আমরা সবাই মিলে গাছ রোপন করে এমন সমস্যার মোকাবেলায় সবাইকে আহবান করেন স্থানীয় সচেতন নাগরিকগন এবং পাশাপাশি যে বা যাহারা পাউবো বেড়ীবাঁধে রোপন করা গাছ কর্তনকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করে জোর দাবী জানান।

Tags: