muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রায়পুরে যত্র তত্র পশুর মাংস বিক্রি মান নিয়ে প্রশ্নবিদ্ধ জনগন

শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ।। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যত্রতত্র পশুর মাংস বিক্রি হচ্ছে। এতে করে মাংসের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো: মুকবুল হোসেন বলেন- জনবল সংকটের কারনে তদারকি করা যাচ্ছে না। রুগ্ন-অসুস্থ গরু জবাই বাহিরে থেকে এনে মরা পশুর মাংস বিক্রি অথবা ভেড়ার মাংস ছাগলের মাংস হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে। এই যেন দেখার কেউ নেই।

রায়পুর পৌরসভাসহ উপজেলার ২৩ টি পয়েন্টে কাক ডাকা ভোরে সাধারণ মানুষ ঘুম থেকে উঠার আগেই কষাইরা ততক্ষণে চামড়া ছাড়িয়ে গরু- ছাগলের মাংস দোকানে টাংগানোর কাজটি দ্রুত শেষ করে। সচেতন মহলের দাবি, যত্রতত্র গরু, ছাগলের মাংস বিক্রির উপর প্রশাসনের নিয়ন্ত্রণে এবং পশু জবাইয়ের আগেই পরীক্ষা নিরীক্ষার পর জবাইয়ের অনুমতি দিতে হবে। পৌরসভার দায়িত্বপ্রাপ্ত টোল আদায়কারী পৌরসভার মধ্যে মাংস বিক্রি হলেই তিনি তাদের কাছ থেকে টোল আদায় করে থাকেন। তবে ঐ পশু রুগ্ন না ভেড়ার মাংস ছাগলের নামে বিক্রি করে সে বিষয়ে তার কোন মাথা ব্যথা নেই।

Tags: