muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে মাদক বিরোধী অভিযানে ১১ দিনে ৭জন আটক

মুহাম্মদ কাইসার হামিদ, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক বিরোধী অভিযানে ১১ দিনে ৭ মাদক ব্যবসায়ীকে ৭০৮ পিস ইয়াবা ও ৭শ গ্রাম গাঁজা সহ আটক করেছে পুলিশ। গত ১৮ মে হতে ২৮ মে পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নান্নু মোল্লা সহ সকল অফিসার ও পুলিশ সদস্য অংশগ্রহণ করে। গত ২৮ মে অভিযানের শেষ দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই আব্দুর রহমান, এস.আই আজহারুল হক ও এ.এস.আই মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার ছয়সূতী ইউনিয়ন খেলার মাঠ সংলগ্ন ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়ক থেকে পারভীন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ২শ পিস ইয়াবা ও রেখা বেগম (৩৬) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ২শ পিস ইয়াবা সহ আটক করে। পারভীন উপজেলার পূর্ব গাইলকাটা গ্রামের মঞ্জিল মিয়ার মেয়ে, রেখা বেগম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উত্তর বনগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী। তাদের বিরুদ্ধে ঐদিন রাতে কুলিয়ারচর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নং-১৯ রুজু হয়েছে। এরই ধারাবাহিকতায় থানা পুলিশ গত ১৮ মে ৫শ গ্রাম গাঁজা সহ ফারুক (৩৮), ১৯ মে ৮পিস ইয়াবা ট্যাবলেট সহ মঞ্জিল (৫০), ২৪ মে ২শ গ্রাম গাঁজা সহ সুরেশ রবি দাস (৩০), আজিম (২০) ও ৩শ পিস ইয়াবা ট্যাবলেট সহ রোকসানা (৪০) নামে ৭ মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। এসব ঘটনায় পৃথক পৃথক ৫টি মামলা হয়েছে। এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নান্নু মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে এ থানার কোন পুলিশ সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Tags: