muktijoddhar kantho logo l o a d i n g

Uncategorized

যশোরে ঈদ’কে সামনে রেখে জমে উঠেছে ক্রয়-বিক্রয়ের ভিড়

শাহিনুর রহমান, যশোর ।। যশোরে ঈদ’কে সামনে রেখে জমে উঠেছে কিনা-কাটার ভিড়। ঈদে নতুন ডিজাইনের জামা কাপড় কিনার জন্য ব্যাস্ত সকল শ্রেণি পেশার মানুষেরা। প্রতিটা দোকানে জমে ঊঠেছে পছন্দের জিনিস কেনার জন্য উপচে পড়া ভিড়। বিক্রেতারা বলছে সবাই এই ঈদে নতুন মডেলের জিনিস খুজছে। আমাদের কাছে নতুন মডেলের জিনিস ও রয়েছে। বেশির ভাগ বিক্রি হচ্ছে পাঞ্জাবী,পায়জামা,শাড়ী ,বিভিন্ন প্রকার মডেলের জুতা সেন্ডেল। ক্রেতারা সুলভ মুল্যে ক্রয় করছে।

একজন মধ্য বয়স্ক লোককে প্রশ্ন করলাম ঈদে ক্রয় করতে এসেছেন আপনার অনুভুতিটা কি ? তিনি জানান , সবাই নতুন জামা কাপড় পরে ঈদের জামায়াত আদায় করবে । সবাই ঈদের দিন এক জায়গায় মিলিত হবে দেখা সাক্ষাত করবে । সবাইকে ঐ দিনটাই নতুন রূপে সজ্জিত করবে যার কারনে আমরা নতুন জামা কাপড় কিনছি । জিজ্ঞাসা করলাম আপনার কিনা কাটার বাজেট কত টাকা? তিনি বলেন পাঁচ-সাত হাজার টাকা । বিক্রেতাকে জিজ্ঞাসা করলাম এখানে লোকেরা ক্রয়ের জন্য অনেক টাকা নিয়ে আসে তাদের কি নিরাপত্তার ব্যাবস্থা আছে ? তিনি জানান সার্বক্ষনিক সি.সি ক্যামেরা দ্বারা মানুষের গতিবিধি নিয়ন্ত্রন করা হচ্ছে । বাংলাদেশ পুলিশ বাহিনির সদস্যরা নিরাপত্তার জন্য কাজ করছে । ক্রেতা বিক্রেতারা বলেন সবাই ঈদকে সামনে রেখে ক্রয় বিক্রয় ভালো ভাবে করূক এবং ঈদে সবার মন আনন্দে ভরে উঠুক।

Tags: