muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

কোটা সংস্কার সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, কোটা সংস্কারের বিষয়ে এই মুহূর্তে কোনো অগ্রগতি নেই। তবে বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সচিব বলেন, কোটা সংস্কারের বিষয়টিকে আপনারা যত সহজ মনে করছেন তত সহজ না, জটিল আছে। অনেক বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। সরকারের ঊর্ধ্বতন মহলে বিষয়টি সক্রিয় বিবেচনায় থাকলেও আমাদের নিচের লেভেলে কোনো আপডেট নেই।

কবে নাগাদ কোটা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত হবে- জানতে চাইলে মোহাম্মদ শফিউল আলম বলেন, কবে নাগাদ হবে বলা সম্ভব হচ্ছে না। তবে সিদ্ধান্ত নিতে সময় লাগবে।

আপনার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি কি কাজ শুরু করেছে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না, আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করিনি। তবে সহসা কাজ শুরু করবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, কোনো কথা হয়নি।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে মোট সাতটি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। তারমধ্যে চারটি আইন অনুমোদন দেওয়া হয়।

Tags: