muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে নকল ষ্ট্যাম্প বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে সাঁজা

কিশোরগঞ্জ জেলা জজকোর্ট এরিয়ায় ৪ জুলাই দুপুরে সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল ও ব্যবহৃত ষ্ট্যাম্প (কোর্ট পি) সহ হাতেনাতে আটক করা হয় ষ্ট্যাম্প ব্যবসায়ী মো. ফরহাদ হোসেন সিকদারকে। আসামী সিকদার, কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার মৃত আহাম্মদ হোসেন সিকদারের ছেলে।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ জানান, মোঃ ফরহাদ হোসেন সিকদার দীর্ঘ দিন যাবৎ নকল ষ্ট্যাম্প বিক্রয় করে আসছিল। আটকের পর ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা না করায় ও আইনি কাজে বাধাদানে দন্ডবিধি ১৮৬ ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেইসাথে তার বিরোদ্ধে সরকারি ষ্ট্যাম্প জালিয়াতির কারনে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়োমিত মামলা দায়ের করা হয়েছে, অর্থদণ্ড অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

Tags: