muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

কুড়িগ্রামে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

এস এম আশিকুর রহমান, কুড়িগ্রাম ।। স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ- এ শ্লোগান সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রামে জেলা মৎস্য বিভাগ। আজ দুপুরে জেলা মৎস্য অফিস হলরুমে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো : জিল্লুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মুলা কালিমুল্ল্যাহ্, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয় সপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে জলাশয়ে মাছের পোনা অবমুক্তি, র‌্যালী, উদ্বোধনী আলোচনাসভা, তিনদিন ব্যাপী মৎস্য মেলার আয়োজন, মৎস্য সেক্টরের অগ্রগতি বিষয়ে আলোচনা ও প্রামান্য চিত্র প্রদর্শন, ফরমালিন বিরোধী অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সাথে মৎস্য বিষয়ক আলোচনা ও প্রামান্য চিত্র প্রদর্শন, উদ্বুদ্ধ করন সভা, মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও পুরস্কার বিতরন।

অপরদিকে, আজ সকালে মৎস্য দপ্তর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে কুড়িগ্রামের চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বদরুজ্জামান মিয়া এ সংবাদ সম্মেলনে মৎস্য চাষের উপর বিভিন্ন বিষয় দিক তুলে ধরেন। ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর মধ্যে আলোচনা সভা, র‌্যালি, মাছের পোনা অবমুক্ত, মৎস্য সেক্টরে বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন কর্মপরিকল্পনা রয়েছে। সংবাদ সম্মেলনে চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক নুরুল আমিন, সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেস পত্রিকার সম্পাদক রিয়াদুল ইসলাম বাবু, সাপ্তাহিক সহযোগী পত্রিকার নির্বাহী সম্পাদক সাওরাত হোসেন সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: