muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

মীরসরাইয়ের ইছাখালীতে খালে বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি

মীরসরাই, চট্টগ্রাম ।। চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার বৃহৎ ইকোনোমিক জোন এলাকায় এমন দৃশ্য দেখা যায়। সম্প্রতি অতিবৃষ্টি হওয়ার ফলে ইছাখালী চরাঞ্চলে মানুষের বসত ভিটা ও ঘরের আঙিনায় পানি জমে যায়।অএ এলাকার যে সব জায়গা দিয়ে পানি চলাচল করতো তা আজ সরকার দলীয় সাইনবোর্ডধারী কিছু অসাধু সুবিধাবাদীদের দখলে অবৈধ বাঁধ নির্মাণ করা হয়।খালে বাঁধ দেওয়ার অনিয়ম বিগত সরকারের আমলে ও দেখা যায়। বর্তমানে খালগুলো যএতএভাবে দখল করার কারণে এমন সমস্যার চিএ দেখা যায় বলে মত প্রকাশ করেন এলাকার সচেতন মহল। খালে বাঁধ ও যএতএভাবে মাছের চাষকে দুষলেন এলাকার ভোক্তভোগী জনগন।

এ বিষয়ে ইছাখালী ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করে এলাকাবাসীসহ অবৈধ বাঁধ উচ্ছেদ করবেন বলে মত প্রকাশ করেন।

স্থানীয়ভাবে অবৈধ বাঁধ নির্মাণ কারীদের সাথে এ বিষয়ে যোগাযোগ করলে অকাট্য ভাষায় গালাগাল করে এবং হুমকি দেয়।

অবৈধ বাঁধ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি উপযুক্ত ব্যবস্থাগ্রহণ করবেন বলে জানান।

এলাকার সচেতন মহল দাবী করেন কিছু অসাধু লোকজনের জন্য এলাকার বৃহৎ জনগণ এমন ভোগান্তির শিকার যেন না হয় সেদিকে লক্ষ্য করে এদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করেন।

Tags: