muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

মরণি তুমি বাংলার কর্ণধার ।। তোফাজ্জল হোসেন

মরণি তুমি বাংলার কর্ণধার

তোফাজ্জল হোসেন

তুমি সেই জন
সিংহের গর্জনে কেঁপে উঠেছিল,
রেসকোর্সের ময়দান।

দুঃখ ভারাক্রান্ত মন! নিয়ে
সাড়ে সাত কোটি মানুষের উদ্দেশ্যে,
জ্বালাময়ী ভাষণ দিয়ে ঘোষণা করে ছিলে;
স্বাধীনতার সংগ্রাম।

স্বর্ণ অক্ষরে লিখা আছে ইতিহাসের পাতায়
বঙ্গবন্ধু তোমার নাম।

দুর্দান্ত দুর্বার গতিতে
তোমার পথ চলা নিস্বার্থে,
বিমুগ্ধ হয়েছে বিশ্ব প্রভুগণ;
তুমি সেই জন।

তোমার ছয় দফা দাবীর প্রস্তাবনা
বাঙ্গালী বাঁচার অনু প্রেরণা,
বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া।

তুমি স্বাধীনতাগামী মানুষের বলিষ্ঠ কন্ঠস্বর
তুমি বাঙ্গা নৌকার পাল উড়ানোর স্বপ্নদ্রষ্টা।

ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনীতির উর্ধ্বে,
মিশে আছো বাংলার মানুষের বুকের মাঝে।

যে দিন তুমি বিদায় হলে এ মহীমণ্ডল ছেড়ে
কেঁদে ছিল বাঙ্গালী সর্বস্তরে,
মরণি তুমি ও হে বাংলার কর্ণধার;
এদেশের সকল মানুষের হৃদয়ে, স্পন্দনে
থাকবে চিরকাল।

Tags: