muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদ হারালেন মোঃ ইদ্রিস মিয়া

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচিত সভাপতি কুলিয়ারচর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ইদ্রিস মিয়া সরকারি নিয়ম অনুযায়ী সভাপতি পদ হারালেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেন।

গত ১২ আগষ্ট ‘‘ সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারি আর্ত্তীকরণ বিধিমালা-২০১৮’’ এর আলোকে গত ৮ আগষ্ট দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ২৭১টি কলেজ সরকারিকরণের প্রজ্ঞাপণ জারি করা হয়। এর মধ্যে কুলিয়ারচর ডিগ্রী কলেজ ও রয়েছে। মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্টানের গর্ভনিং বডি ও ম্যানেজিং প্রবিধান মালা, ২০০৯ এর ৮ (৩) এ বলা আছে সভায় উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠের সমর্থনে কমিটির সদস্যগনের মধ্য হইতে অথবা স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাগণের মধ্য হইতে ম্যানেজিং কমিটির একজন সভাপতি নির্বাচিত হইবেন। কুলিয়ারচর ডিগ্রী কলেজটি সরকারিকরণ হওয়ায় উক্ত কলেজের অধ্যক্ষ মোঃ ইদ্রিস মিয়া একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা বিধায় সরকারি নিয়ম অনুযায়ী তিনি ১৩ আগষ্ট হইতে লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদের বৈধতা হারিয়েছেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোঃ আব্দুল খালেক বলেন, প্রবিধান ৫(৫) এর আলোকে কোন কারণে সভাপতির পদ শূণ্য হইলে প্রবিধান ৫(১),৫(২),৫(৩),৫(৪) এর বিধান মতে পদ শূণ্য হইবার অনধিক ৭ দিনের মধ্যে পুনরায় সভাপতি নির্বাচিত করার কথা। তাই তিনি বিদ্যালয়ে নতুন সভাপতি নির্বাচনের জন্য গত ১৫ আগষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর একটি আবেদন করেন। তিনি অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দিন খোকন সভাপতি নির্বাচনের বিষয়টি নিয়ে গড়িমসি করছেন।

Tags: