muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ডিমলায় চেতনা নাশক ঔষধের পানি খেয়ে একই পরিবারে অসুস্থ ১১

চেতনা নাশক ঔষধের পানি খেয়ে একই পরিবারে অসুস্থ ১১ জন। ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোঃ আতিয়ার রহমান (৭০) এর বাড়ীতে।

পারিবারিক সূত্রে জানা যায়, ০৩ সেপ্টেম্বর প্রতিদিনের ন্যয় সকাল ১১ টার সময় দুপুরের রান্না করার জন্য টিউবওয়েলের পানি দ্বারা রান্না করা হলে সে রান্না খেয়ে ঘুমের কোলে ঢলে পড়ে একই পরিবারের ১১জন। তারা হলো মোঃ আতিয়ার রহমান (৭০) , ছেলে মোনায়েম হোসেন (৪০) , রব্বানী (৩৬) , শিবলী (৩০) , নাছরিন (৩৫) , ফাহিম (০৭) , রুবা (০৬) রুহানি (০৩), হানি (১৩) , বৃষ্টি (১৪) কাজের মেয়ে এশা (০৯) এদের মধ্যে ০৩ জন গুরুত্বর অসুস্থ হলে জলঢাকা মেডিকেল এ ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা আশঙ্খামুক্ত।

চেতনা নাশক ঔষধ সর্ম্পকে জানতে চাইলে ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ সারোয়ার আলম বলেন, চেতনা নাশক ঔষধ মানুষের স্নায়ু অবস করে দেয়। সহনসীল মাত্রা হলে অতিরিক্ত ঘুম হবে, মাত্রা অতিরিক্ত হলে মৃত্যুর ঝুঁকি আছে।

উল্লেখ্য যে, অত্র উপজেলায় একই কায়দায় চুরি করে গয়না ও টাকা পয়সা নিয়ে যাওয়ার নজির রয়েছে। সুশীল সমাজের প্রশ্ন কারা এরা, কি এদের পরিচয়, এদেরকে পাকরাও করার জন্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার পাশাপাশি নিজেকেও সজাগ থাকতে হবে।

এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান , সমাজসেবক মোজাফ্ফর হোসেন , জামিনুর রহমান , ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রমূখ।

Tags: