muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় কুড়িগ্রামে ৫০ জন হিজড়াকে টেইলারিং প্রশিক্ষণ প্রদান

কমিউনিটি মিডিয়া ফেলো, আহমেদ আবু সাইম ।। বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। হিজড়াদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে প্রশিক্ষণের মাধ্যমে সহায়তা দিয়ে কর্মমূখি করছে। প্রশিক্ষণ নিয়ে তারা যেন পছন্দ ও যোগ্যতা অনুযায়ী কাজ বেছে নিতে পারে সে ব্যবস্থাও করা হবে। হিজড়া জনগোষ্ঠী বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ হলেও আবহমান কাল থেকে এ জনগোষ্ঠী অবহেলিত ও অনগ্রসর গোষ্ঠী হিসেবে পরিচিত। সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার এ জনগোষ্ঠীর পারিবারিক, আর্থসামাজিক, শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বোপরি তাদেরকে সমাজের মূল স্রোতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে সম্পৃক্তকরণের লক্ষ্যে সরকার হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় কুড়িগ্রামে ৫০ জন হিজড়াকে টেইলারিং প্রশিক্ষণ প্রদান করেছে। জেলা সমাজসেবা কার্যালয়, কুড়িগ্রাম এর উদ্যোগে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ০৪ জুলাই ২০১৮ হতে ৫০ জন হিজড়াকে ৫০ দিন ব্যাপী টেইলারিং ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ পুনর্বাসনের জন্য প্রত্যেক হিজড়াকে সনদপত্র এবং ১০,০০০/- টাকা করে প্রশিক্ষণ ভাতা দেয়া হয়। ২০১২-২০১৩ অর্থ বছর হতে পাইলট কর্মসূচি হিসেবে দেশের ৭টি জেলায় এ কর্মসূচি শুরু হয়। ৭টি জেলা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, পটুয়াখালী, খুলনা, বগুড়া এবং সিলেট। ২০১২-১৩ অর্থ বছরে বরাদ্দ ছিল ৭২ লক্ষ ১৭ হাজার টাকা। ২০১৩-১৪ অর্থ বছরে নতুন ১৪ টি জেলাসহ মোট ২১টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। জেলাগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, নেত্রকোণা, ফরিদপুর, রাজবাড়ী, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া, দিনাজপুর, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট। ২০১৩-১৪ অর্থবছরে বরাদ্দ ছিল ৪ কোটি ৭ লক্ষ ৩১ হাজার ৬০০ টাকা। ২০১৪-২০১৫ অর্থ বছরের কর্মসূচির বরাদ্দ ৪ কোটি ৫৮ লক্ষ ৭২ হাজার টাকা। ২০১৫-১৬ অর্থ বছরে ৬৪ জেলায় সম্প্রসারন করা হয়েছে। ২০১৮-১৯ অর্থ বছরে ৬৪ জেলায় বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১১ কোটি ৪০ লক্ষ টাকা। দেশে হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে সঠিক কোনও পরিসংখ্যান নেই। ২০১২ সালের সরকারি হিসাব অনুযায়ী দেশে হিজড়ার সংখ্যা ১২ হাজারের মতো। সমাজসেবা অধিদফতরের জরিপমতে বাংলাদেশে হিজড়ার সংখ্যা প্রায় ১০ হাজার। এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে শিক্ষিত মাত্র ২ শতাংশের কিছু বেশি। এদের মধ্যে কেউ কেউ মাস্টার্স ডিগ্রিধারী। অনেকে বিভিন্ন পেশায় কর্মরত। হিজড়াদের ব্রেইন খুবই প্রখর, শারীরিক সক্ষমতাও যে কোনও পুরুষ বা নারীর তুলনায় অনেক বেশি। প্রচুর পরিশ্রম করতে পারে তারা। ফলে তাদের জন্য বিশেষায়িত কাজ খুঁজে বের করতে হবে। লিঙ্গ বৈষম্য দুর করে সমাজের অন্যান্য শ্রেণীর মতো হিজড়াদেরকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নকে আরো ত্বরান্বিত করা সম্ভব। তাই তাদেরকে অবজ্ঞা বা অবহেলা না করে তাদের সাথে সমাজের সাধারণ মানুষের মতো আচরণ করা উচিত।

Tags: