muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ডোমারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“কমাতে হলে দুর্যোগের ক্ষতি,বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি ” এই শ্লোগান সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

শনিবার ১৩অক্টোবর সকাল ১১টার সময় ডোমার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফরহাদ হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, পরিসংখ্যান অফিসার আব্দুর বারী, একাডেমিক সুপারভাইজার সাফিউল আলম, একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্নয়কারী খোরশেদ আলম মিলন,সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমূখ।

আলোচনা শেষে ছাত্র ছাত্রীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতা এবং ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া দেখানো হয়।

Tags: