muktijoddhar kantho logo l o a d i n g

প্রচ্ছদ

সব দলের নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তকে স্বাগত প্রধানমন্ত্রীর

গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ’তে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পার্লামেন্টারি বোর্ডের সভার সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচন সংক্রান্ত সর্বোচ্চ ফোরাম ‘ পার্লামেন্টারি বোর্ড’ রোববার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবারের মতো সভা করে। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা।

সভার শুরুতেই সূচনা বক্তব্যে তিনি বলেন- অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে এরই মধ্যে ৭০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে আওয়ামী লীগ। এতে ২৩৪ জন রাজনৈতিক নেতা অংশ নিয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন- অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে। ‘আমরা চাই নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। জনগণ এই নির্বাচনে যাদেরকে ভোট দেবে তারা সরকার গঠন করবে।  আমরা যে উন্নয়ন করেছি তার ধারা যেনো অব্যাহত থাকে।’

এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর গতি যেনো কোন ভাবেই থেমে না যায়। আমি সবাইকে স্বাগত জানায়, প্রত্যেককে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন তারা।’

আসন্ন নির্বাচনে ৩’ শ আসনে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি।

Tags: