muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গুপ্তচরবৃত্তি করায় দশ বছরের কারাদণ্ড

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়েরে এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

একইসঙ্গে, তাকে দুই লাখ ৭০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।

রোববার ইরানি আইন মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আটক ওই কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায়, তাকে দোষী সাব্যস্ত করেন আদালত।

তবে, তিনি কোন দেশ কিংবা গোষ্ঠীর হয়ে গুপ্তচরবৃত্তি করতেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য জানানো হয়নি।

গত মাসে গুপ্তচরবৃত্তির অভিযোগ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সন্দেহভাজন কয়েকজন কর্মকর্তাকে আটক করে ইরানি নিরাপত্তা বাহিনী।

Tags: