muktijoddhar kantho logo l o a d i n g

ক্যাম্পাস

রাবিতে চতুর্থ জাতীয় বিতর্ক উৎসব শুরু আগামী বৃহস্পতিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিন ব্যাপি ৪র্থ জাতীয় বিতর্ক উৎসব শুরু হচ্ছে আগামী ২২ নভেম্বর। চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। সংসদীয় পদ্ধতির এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে বিতর্কিকদের সংগঠন গ্রুপ লিবারেল ডিবেটারস বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ)। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জানান, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় দুই দিন ব্যাপী ৪র্থ এ বিতর্ক উৎসবে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে ২৪ টি দলের ৭২ জন বিতার্কিক অংশ গ্রহন করবেন।

উৎসবের প্রথম দিন আগামী ২২ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) অনুষ্ঠানটির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাবি শিক্ষার্থী ও বির্তাকিকদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালির ক্যাম্পাস প্রদক্ষিন করবে। র‌্যালি শেষে সকাল সাড়ে ১১ টায় ক্যাম্পাসের বিভিন্ন ভবনে (টিএসসিসি, রাকসু ভবন, কাজী নজরুল ইসলাম মিলনায়তন) দিনব্যাপী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোঃ জাকারিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু।

অনুষ্ঠানের সমাপনি দিন বিশ্ববিদ্যালয় টিএসসিসিতে সেমি ফাইনাল এবং মুক্তমে চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হকসহ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয়।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোল্ড বাংলাদেশের উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম, গোল্ড বাংলাদেশের সভাপতি সোহরাব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সোহানা আফরিন।

Tags: