muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

বন্ধুরাষ্ট্র হিসেবে সুষ্ঠু ভোটগ্রহণ দেখতে চায় ভারত

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হলেও বন্ধুরাষ্ট্র হিসেবে সুষ্ঠু ভোটগ্রহণ দেখতে চায় ভারত। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তফ্রন্টের অবস্থানকে সাধুবাদ জানায় দেশটি।

সোমবার দুপুরে রাজধানীর বারিধারায় যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার বৈঠক শেষে এ কথা বলেন বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান। নির্বাচনের পরেও বাংলাদেশ-ভারত সুসম্পর্ক বজায় রাখা এবং আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সব সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা হয় বলে জানান বিকল্পধারার নেতারা। বৈঠক শেষে নির্বাচনকে বাংলাদেশের নিজস্ব বিষয় উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বৈঠকে বিকল্পধারার রাজনৈতিক দর্শন ও আদর্শ নিয়ে আলোচনা হয়েছে।

শ্রিংলা বলেন, আমরা আপনাদের নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই। এটি বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর বিষয়। আর আজকেই প্রথমবারের মতো বি চৌধুরীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। বি চৌধুরীর রাজনৈতিক দলের চিন্তাভাবনা ও আদর্শ সম্পর্কে বৈঠকে জানার চেষ্টা করেছি।

Tags: