muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা জলসীমা নিয়ে

ক্রিমিয়ার কাছে আযব সাগরের সীমানা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার সীমান্তরক্ষীরা কৃষ্ণসাগরে তাদের একটি টাগবোটে হামলা চালিয়েছে। আর রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের তিনটি জাহাজ অবৈধভাবে ক্রিমিয়ার সমুদ্রসীমায় ঢুকে পড়েছে।

ইউক্রেনের নৌবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, দুটি যুদ্ধজাহাজ ও একটি টাগবোট আযব সাগরের মারিওপোল বন্দরে যাওয়ার সময় তাদের ওপর হামলা করে রুশ সীমান্তরক্ষীরা। এই হামলা ‘প্রকাশ্য আগ্রাসী তৎপরতা’। রুশ হামলার কারণে ইয়ানা কাপু নামে একটি টাগবোটের ইঞ্জিন, রেলিং ও বাহিরে থাকা কামান ক্ষতিগ্রস্থ হয়েছে।

রাশিয়া অভিযোগ করেছে,  মস্কো সময় সকাল ৭টার দিকে ইউক্রেনের তিনটি জাহাজ ক্রিমিয়ার সমুদ্রসীমায় ঢুকে পড়ে। এর মাধ্যমে সমুদ্রসীমা সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের ১৯ ও ২২ নম্বর ধারা লঙ্ঘন করেছে ইউক্রেন।  একে ইউক্রেনের ‘প্ররোচনামূলক কর্মকাণ্ড’ বলেও দাবি করেছে মস্কো।

ক্রিমিয়া উপদ্বীপের পূর্ব দিকে আযব সাগর অবস্থিত। ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে যুক্ত হয় ক্রিমিয়া। সাগরের এই এলাকা নিয়ে আগে থেকেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা চলছে।

Tags: