muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

চিরিরবন্দরে জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে দিনাজপুর জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম উপলক্ষে চিরিরবন্দরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্দ্যোগে দেশব্যাপী ব্যাপকহারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রম কর্মসূচির আওতায় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আজমল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়,ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি সুপারভাইজার দীপংকর মন্ডল, আব্দুল্লাহ আল রোমান,ফিরোজ হোসেন, চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ জিল্লুর রহমান, ডাঃ এস এম সোহেল রানা হিমেল ও চিরিরবন্দর প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, ডাঃ মোছাঃ মৌসুমি আক্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ। সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, স্বাস্থ্য কর্মী, স্বাস্থ্য পরিদর্শকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags: