muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

‘প্রধানমন্ত্রী যেদিন চাইবেন সেদিনই নোয়াখালী বিভাগ হবে’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন চাইবেন সেদিনই নোয়াখালী বিভাগ হবে’ ‘নোয়াখালী বিভাগ আন্দোলন’ এর নেতৃবৃন্দকে ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমস্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে গত ১৬ জানুয়ারি ‘নোয়াখালী বিভাগ আন্দোলন’ এর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে একথা বলেন তিনি।

সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নতুন সরকারের মস্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় ‘নোয়াখালী বিভাগ আন্দোলন’ এর পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মোহাম্মদ ঈমাম হোসেইন, প্রথম যুগ্ম-আহবায়ক মোঃ সাইফুর রহমান রাসেল, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ হোসেন, লায়ন ইসমাইল হোসেন গাজী, আবদুর রাজ্জাক ভূঁইয়া মুরাদ, এএসএম নাসিম শুভ, শেখ মোহাম্মদ মনসুর(চাঁদপুর), মোঃ শাহজালাল, নির্বাহী সদস্য রহিম উল্লাহ রাহী, আনোয়ারুল ইসলাম আরজু, শাহাদাৎ হোসেন মাটি প্রমূখ।

সাক্ষাতকারে ‘নোয়াখালী বিভাগ আন্দোলন’ এর নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত নতুন সরকারের প্রথম বছরেই নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও পার্শ্ববর্তী জেলাগুলোর সমন্বয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের পথ সুগম হবে। জবাবে মস্ত্রী বলেন, “বিষয়টি সরকারের প্রধানমন্ত্রীর এখতিয়ার, বিভাগের জন্য আন্দোলনের প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন চাইবেন সেদিনই নোয়াখালী বিভাগ হবে।”

Tags: