muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

কুমিলায় নিহত শিক্ষার্থীদের স্মরণে জলঢাকায় স্কুলে স্কুলে শোক

কুমিলার চৌদ্দগ্রামে কয়লাবাহী ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত হয়। নিহত ১৩ জনের মধ্যে ৭ জন ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমিক স্তরের ছাত্র। যাদের প্রত্যেকের বাড়ি নীলফামারীর জলঢাকায়। নিহত শিক্ষার্থীদের স্মরন করে জলঢাকার স্কুলে স্কুলে কালো ব্যাচ ধারন করে সকল শিক্ষার্থী ও শিক্ষকগণ শোক পালন করেছে।। এ সময় তারা নিহতদের স্মরণে নিরবতা পালন করেছে। অনেক শিক্ষার্থীকে অশ্রু সজল হতে দেখা গেছে। মঙ্গলবার সকাল ১১টায় আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থে কালো ব্যাচ পরিধান করান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চ ল কুমার ভৌমিক।এসময় তাদের আত্নার শান্তি কামনা করা হয়।কালো ব্যাচ ধারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহ রোকনুজ্জামান রোকন চৌধুরীসহ কর্মরত শিক্ষকগণ।এদিকে উপজেলার প্রায় শতাধিক প্রতিষ্ঠানে একযোগে একই কর্মসূচি পালন করা হয়েছে।আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থের ১০ম শ্রেণীর শিক্ষার্থী মারিয়াম ও জগত চন্দ্র রায় এবং কাজিরহাট পন্থাপাড়া আলীম মাদ্রাসার নবম শ্রেণীর আব্দুল আলীম ও দশম শ্রেণীর শিক্ষার্থী হাবিবা বলেন,তারা আমাদেরই সহপাঠি।তাদের অকাল মৃত্যুতে আমরা শোকাহত।আমরা তাদের আত্নার শান্তি কামনা করি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক বলেন, নিহতদের স্মরণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কালো ব্যাচ ধারণ করা হচ্ছে এবং পরবর্তীতে নিহত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের চিন্তা- ভাবনা আছে। উল্লেখ্য, গত শুক্রবার ভোরে কুমিলার চৌদ্দগ্রামে কয়লাবাহী ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত হয়। যাদের প্রত্যেকের বাড়ি নীলফামারীর জলঢাকায়। নিহত ১৩ জনের মধ্যে ৭ জন ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমিক স্তরের ছাত্র।

Tags: