muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

সন্ত্রাস ও মাদক রোধে এক সঙ্গে কাজ করতে হবে : এলজিআরডি প্রতিমন্ত্রী

এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক কারবারি প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসব অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, আইন-শৃংখলা বাহিনীকে কঠোর ব্যবস্থা গ্রহণে নির্দেশ প্রদান করেন তিনি।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় যশোরের মনিরামপুর উপজেলা প্রশাসন আয়োজিত আইন-শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার দেশকে উন্নত দেশে পরিণত করতে বিভিন্ন ধরনের মেগা প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ণ করে চলেছেন। শহুরে সকল নাগরিক সুবিধা গ্রামে পৌছে দিতে ইতোমধ্যে সরকার কার্য্যকরি উদ্যোগ গ্রহণ করেছেন। এসময় তিনি পৌরশহরের যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, আগামী এক বছরের মধ্যে এর বাস্তবায়ন হবে। ইতোমধ্যে বাইপাস নির্মাণ প্রকল্প ব্যায়ের খসড়া অনুমোদন হয়েছে বলে তিনি জানান। উপজেলার সার্বিক উন্নয়নে তিনি দলমত সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান প্রমুখ।

Tags: