muktijoddhar kantho logo l o a d i n g

নির্বাচন

উপজেলা পরিষদ নির্বাচন : জলঢাকায় ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ, চেয়ারম্যান পদ স্থগিত

নিরুত্তাপ,উৎসবহীন ও প্রায় নির্বাচন বিমূখ ভোটার শুন্য অবস্থায় নীলফামারীর জলঢাকায় ১০মার্চ অনুষ্ঠিত প্রথম পর্যায়ের ৫ম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের ভোট গ্রহণ শেষ হয়েছে।আইনি জটিলতায় চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত রয়েছে।উপজেলাটিতে ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন প্রতিদন্দিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ১৭২জন।মহিলা ভোটার সংখ্যা ১লাখ ১৬ হাজার ৭৩০জন। কেন্দ্র ৮৯টি।

সরেজমিন রবিবার বিভিন্ন ভোট কেন্দ্রে গেলে দেখা যায়, ভোটার শুন্য থাকায় বিভিন্ন ভাবে অলস সময় পার করছে আইন শৃংখলা কাজে নিয়োজিত সদস্যসহ পোলিং-প্রিজাইডিং অফিসার।

সকাল ১১টায় পৌর শহরের আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান উচ্চ বিদ্যালয়ে দেখা যায়, কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা তিন হাজার ৭০৫ জন।

কেন্দ্রটিতে ওই সময় পর্যন্ত ভোট পরেছে পাঁচ’শ।ডাউয়াবাড়ি ইউনিয়নের নেকবক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২টা ৪০মিনিট পর্যন্ত ভোট পরেছে ৭০৬টি।সেখানে ভোটার সংখ্যা দুই হাজার ৯১৫জন।শৌলমারী ইউনিয়নের শৌলমারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা দুই হাজার ৬৭৬জন। দুপুর ১.৩০মিনিট পর্যন্ত ওই কেন্দ্রে ২০৪টি ভোট পরেছে। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. উজ্জল হোসেন বিকালে বলেন,‘কোনরুপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।’

Tags: