muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

নেপালে কড়া নিরাপত্তায় মেয়েরা

তাসমান সাগরের দেশে সফরে আছেন বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল স্টেডিয়ামের পাশের মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছে। নিউজিল্যান্ডের শেষ টেস্টটি তাই বাতিল করা হয়েছে। আল নুর মসজিদে শ্বেতাঙ্গ এক সন্ত্রাসীর হামলায় অন্তত অর্ধশত মানুষ নিহত হয়েছেন। এছাড়া অন্তত অর্ধশত মানুষ গুরুতর আহত। বাংলাদেশ দল তাই শনিবার আগেভাগেই দেশের ফ্লাইট ধরবে। ওদিকে বাংলাদেশ নারী ফুটবল দল আছে আমাদের পাশের হিমালয়ের দেশে।
ক্রাইস্টচার্চের ঘটনায় তাদের নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। নেপালের বিরাটনগরে নারী সাফ চ্যাম্পিয়নশীপ খেলতে অবস্থান করছে বাংলাদেশ নারী ফুটবল দল। সারা বিশ্বের মানুষের মতো নেপালেও ছড়িয়ে পড়েছে হামলার ওই খবর। মেয়েদের টিম হোটেলের নিরাপত্তা তাই বাড়ানো হয়েছে। এছাড়া ভারত, মালদ্বীপ, শ্রীলংকা দলকেও দেওয়া হচ্ছে নিশ্ছিন্দ্র নিরাপত্তা।
বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশীপে এ গ্রুপে আছে। প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে। শনিবার স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ওই ম্যাচে জিততে পারলে গ্রুপ সেরা হয়েই সেমিতে খেলবে সাবিনা-মৌসুমিরা।
নারী ফুটবল দল এবং বাংলাদেশ ক্রিকেট দলসহ বাংলাদেশের তিনটি দল বিদেশ সফরে আছে। পুরুষ ফুটবল দল আছে কাতারে। নিউজিল্যান্ডে হতাহতের সংখ্যা অনেক হলেও বাংলাদেশ ক্রিকেট দল নিরাপদে আছে। তবে তামিম-মুশফিকসহ বেশ কিছু ক্রিকেটার যাচ্ছিলেন ওই মসজিদে জুম্মার নামাজ আদায় করতে। মাত্র ৫০ ফুট দূর থেকে তারা শোনেন গোলাগুলির শব্দ।
বাংলাদেশ নারী ফুটবল দলের নিরাপত্তায় তাই জোর দেওয়ার ব্যাপারে দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘দেশের সম্পদ ক্রিকেটাররা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন। সেজন্য নারী ফুটবল দলের পক্ষ থেকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি।’ ওই ঘটনার পর বিরাটনগরে মেয়েদের নিরাপত্তা ব্যবস্থা আরও ভাল হয়েছে বলে উল্লেখ করেন বাবু।

Tags: