muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

জলঢাকায় জাতির পিতার জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

নীলফামারীর জলঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যানার,ফ্যাষ্টুন ও বাদ্যযন্ত্র সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা ক্যাম্পাস হতে বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ক্যাম্পাসে শেষ হয়। র‌্যালি শেষে কেক কাটা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. সুজাউদ্দৌলার সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী,থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,জলঢাকা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিকরুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক,শিক্ষা কর্মকর্তা কাজল কুমার সরকার,মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক আসাদুজ্জামান স্টালিন প্রমূখ।সভা শেষে শিশুদের ছবি আঁকা,কুইজ ও বঙ্গবন্ধুর দীর্ঘ জীবনীর উপর রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব প্রতিযোগীতায় অংশগ্রহন করে। বিকালে উপজেলা পরিষদের উম্মুক্ত মে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক।পুরস্কার বিতরণকালীন উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা কাজল কুমার সরকার,সহকারী শিক্ষা অফিসারগণ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Tags: