muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন : চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আজ রবিবার কিশোরগঞ্জের ১২ উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অনিয়মের অভিযোগে জেলার কটিয়াদী উপজেলায় সবগুলো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এতে সদর উপজেলায় চেয়ারম্যান পদে মামুন আল মাসুদ খান (স্বতন্ত্র) ৪০ হাজার ৮৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাকাউদ্দিন আহাম্মদ রাজন (আওয়ামী লীগ) পেয়েছেন ২৩ হাজার ৯৯৯ ভোট।

করিমগঞ্জ উপজেলায় আলহাজ্ব মো. নাসিরুল ইসলাম খান আওলাদ (আওয়ামী লীগ) ৪৪ হাজার ১০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রফিকুর রহমান (স্বতন্ত্র) পেয়েছেন ২৯ হাজার ১৪৪ ভোট।

তাড়াইল উপজেলায় মো. জহিরুল ইসলাম ভূইয়া শাহীন (জাতীয় পার্টি) ২৬ হাজার ৩৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মো. আজিজুল হক ভূঞা মোতাহার (আওয়ামী লীগ) পেয়েছেন ১৬ হাজার ৫৫ ভোট।

কুলিয়ারচর উপজেলায় আলহাজ্ব ইয়াছির মিয়া (আওয়ামী লীগ) ৪০ হাজার ৬৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. আব্দুছ ছাত্তার খোকন (স্বতন্ত্র) পেয়েছেন ২ হাজার ৮৩৭ ভোট।

ইটনা উপজেলায় চৌধুরী কামরুল হাসান (আওয়ামী লীগ) ৪৫ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. খলিলুর রহমান (স্বতন্ত্র) পেয়েছেন ১৮ হাজার ২৭০ ভোট।

নিকলী উপজেলায় আহসান মো. রুহুল কুদ্দুস ভূঞা জনি (স্বতন্ত্র) ২৮ হাজার ৪৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কারার সাইফুল ইসলাম (আওয়ামী লীগ) পেয়েছেন ২৪ হাজার ৩১৮ ভোট।

হোসেনপুর উপজেলায় মোহাম্মদ সোহেল (স্বতন্ত্র) ৩১ হাজার ২১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহ জাহান পারভেজ (আওয়ামী লীগ) পেয়েছেন ২৪ হাজার ২৫৬ ভোট।

অষ্টগ্রাম উপজেলায় শহীদুল ইসলাম জেমস (আওয়ামী লীগ) ২৪ হাজার ২১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমেদ কমল (স্বতন্ত্র) পেয়েছেন ২১ হাজার ৯৯ ভোট।

পাকুন্দিয়া উপজেলায় রফিকুল ইসলাম রেনু (আওয়ামী লীগ) ৪৩ হাজার ৮২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম শওকত (জাপা) পেয়েছেন ৬ হাজার ৮৭০ ভোট।

ভৈরব উপজেলায় সায়েদুল্লাহ মিয়া (আওয়ামী লীগ) ৫৮ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল মনসুর (স্বতন্ত্র) পেয়েছেন ৩০ হাজার ১৭৯ ভোট।

বাজিতপুর উপজেলায় ছারওয়ার আলম (আওয়ামী লীগ) পেয়েছেন ৩৫ হাজার ৪৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবারক হোসেন (স্বতন্ত্র) পেয়েছেন ২৪ হাজার ৬২১ ভোট। এ উপজেলার ৬ কেন্দ্রের ফলাফল স্থগিত আছে। ওই ৬ কেন্দ্রের ভোট সংখ্যা ১৮ হাজার।

এর আগে মিঠামইন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আছিয়া আলম

Tags: