muktijoddhar kantho logo l o a d i n g

ক্যাম্পাস

শিবচরে ছাত্র ছাত্রীদের হামলায় বিদ্যালয় ভাংচুর!

মোঃ নুরুজ্জামান শিকদার (রাজু) ।। আজ বুধবার সকালে মাদারীপুরের শিবচরে ছাত্র ছাত্রীদের হামলায় বিদ্যালয় ভাংচুর হয়েছে। তাতে বিদ্যালয় বন্ধ ঘোষনা করা হয়। মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর উচ্চ বিদ্যালয়ে স্কুলে ছাত্র ছাত্রীরা অর্ধ দিবস ছুটি দাবী করায় বিদ্যালয়ে প্রধান শিক্ষকের প্রহারে কয়েক জন আহত হওয়ার জের ধরে বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা স্কুলে ভাংচুর চালায়।

জানা যায়, গতকাল বিদ্যালয় কর্তৃপক্ষ ও  ছাত্র ছাত্রীরা মিলে স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন করেন। আজ দুপুর একটার দিকে স্কুলের ছাত্র ছাত্রীরা প্রধান শিক্ষকের কাছে আজ অর্ধ দিবসের ছুটি দাবী করে। এতে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে দশম শ্রেনীর ছাত্র  শাহজালাল, স্বাধীন, কৌশিক,মাহবুব, আমিনুল, লিয়াকত ও ইমরান নামের কয়েকজন ছাত্রকে গালাগালি ও মারধর করেন। এরপর সকল ছাত্র ছাত্রীরা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে শ্লোগান দিতে থাকে ও বিদ্যালয়ে নোটিস বোর্ড, জানালার গ্লাস, ফুলের টপ, সিসি ক্যামেরা ভাংচুর শুরু করে। একপর্যায়ে ঘটনা বাড়তে থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ শিবচর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করেন। এসময় বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে  প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরে।

স্কুলের প্রধান শিক্ষক সাজাহান শিরাজী জানান, তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্র ছাত্রীরা এ হামলা চালায়।আমরা আগামীকাল বিদ্যালয় বন্ধ ঘোষনা করছি। আগামী শনিবারের মধ্যে একটা সমাধান হবে বলে আমরা আশা করছি।

Tags: