muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

শেখ হাসিনা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের দৃশ্যমান কাজ শীতে শুরু

জাতীয় দলের খেলা হওয়া মানে যেন একটা উৎসব। তাই বড় একটি স্টেডিয়ামের কথা অনেক দিন ধরেই ঘুরেফিরে আসছে। সেই চিন্তা থেকেই পূর্বাচলে হবে অত্যাধুনিক ‘শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’। চলতি মাসে স্টেডিয়ামটির দৃশ্যমান কাজ শুরু হওয়ার কথা ছিল, তবে এখন পিছিয়ে সেটা শুরু হবে সামনের শীতে।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রকল্প ইমপ্লিমেন্টের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, চলতি মাস থেকেই স্টেডিয়ামের দখলের কাজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর সামনের শীত মৌসুমে শুরু হবে দৃশ্যমান কাজ। বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর নাগাদ শুরু হবে স্টেডিয়াম নির্মাণের কাজ।

সভা শেষে বিসিবি সহ-সভাপতি মাহবুব আনাম সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রজেক্ট ইমপ্লিমেন্টের প্রথম সভা অনুষ্ঠিত হলো। কীভাবে আমরা প্রকল্পটি বাস্তবায়ন করতে পারি, সেই সব নিয়ে আলোচনা হয়েছে এখানে। প্রধানমন্ত্রী এই জমিটি প্রতীকী মূল্যে আমাদের দিয়েছেন। এই মাসের (এপ্রিল) মধ্যেই আমরা মাঠের দখল পাওয়া নিয়ে কাজ করব। দখল পেলেই কাজের গতি বেড়ে যাবে।’

দৃশ্যমান কাজ কবে শুরু হবে, এমন প্রশ্নে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘স্টেডিয়ামের ফিজিক্যাল কাজ আগামী শীত মৌসুমের আগে করা হবে না। বিসিবি ইতিমধ্যে একটি কনসেপ্ট ড্রয়িং তৈরি করেছে। ওটাকে পরিপূর্ণ করা এবং এর মধ্যে আমাদের অন্য জিনিসগুলো যেমন- ড্রেসিং রুম থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছুই আসতে হবে। আমরা আশা করছি কাজ শুরুর দুই বছরের মধ্যেই স্টেডিয়াম নির্মাণ শেষ হবে।’

প্রকল্পটি বাস্তবায়ন করতে বাইরে থেকে বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগ দেওয়ার কথা শুনিয়েছেন মাহবুব আনাম। এটিকে বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম করার লক্ষ্য বিসিবির, ‘আমাদের ইচ্ছা এই স্টেডিয়ামটা এমন একটা স্টেডিয়াম হবে, যেটা শুধু এই অঞ্চলেরই নয়, বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম হবে।’

অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ স্টেডিয়ামটির নাম হবে ‘দ্য বোট- শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’। স্টেডিয়ামের সঙ্গেই থাকছে ক্রিকেট একাডেমি থেকে শুরু করে ইনডোর, সুইমিং পুল ও জিমনেশিয়ামসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা। থাকবে পাঁচতারকা হোটেলও। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা হবে অন্তত ৫০ হাজার। গত ৭ ফেব্রুয়ারি আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের উপস্থিতিতে স্টেডিয়ামের মডেল উদ্বোধন করে বিসিবি।

Tags: