muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

কচুরীপানা পরিস্কারের দাবীতে সমাবেশ

বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর , হলদিয়া , চাওড়া , কুকুয়া ইউনিয়নের ফসলী জমির উপর দিয়ে বয়ে যাওয়া সুবন্ধী, রামজী, ও ঘুঘুমারী খালে ২০ বছর ধরে কচুরীপানার জটে বর্তমানে মৃতপ্রায় অবস্থায়।খালটিতে পানির প্রবাহ নিয়মিত না থাকায় প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে বয়ে যাওয়া খালে কচুরীপানা নষ্ট হয়ে একদিকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে, দুই পাড়ের মানুষগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে । অন্যদিকে কৃষক, মৎস্যজীবিদের জিবীকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে উঠেছে।

শনিবার সকাল দশটায় এ খালের মধ্যেবর্তী হলদিয়া ইউপির তুজির গোজা বাজারে খালের কচুরীপানা পরিস্কাররের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট বিএনএফের উদ্যোগে স্থানীয় আব্দুর রাজ্জাক মৃধার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,আমতলী উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি , বরগুনা জেলা বিএনএফ সভাপতি মো. খলিলুর রহমান খান,জেলা বিএনএফের সাধারন সম্পাদক মো. জাকির হোসেন, প্রধান শিক্ষক মো. মহসিন মোল্লা, নুরু মিয়া, ও মো. আলাউদ্দিন খান প্রমূখ।

সরেজমিনে দেখা গেছে, কচুরীপানার জট তীব্র আকার ধারন করায় নৌ চলাচল একবারে বন্ধ রয়েছে। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। এলাকার কিছু প্রভাবশালী ব্যাক্তি অপরিকল্পিতভাবে স্লুইজ গেট আটকিয়ে মাছ ধরছে। এ কারনে নুন্যতম পানির প্রবাহও বন্ধ রয়েছে। পানি নষ্ট হয়ে যাওয়ায় মাছ মরে ভেসে উঠছে। খালের মাছের উপর নির্ভরশীল কয়েক হাজার জেলের যেমন দুচোখ অন্ধকার তেমনি পানি প্রবাহ না থাকায় কৃষকেরা সেচ সুবিধা থেকে বি ত হচ্ছে। এর দুই পারে চাওড়া হলদিয়া, কুকুয়া ও আমতলী সদর ইউনিয়নের প্রায় ১লক্ষ মানুষের প্রায় ৩হাজার একর জমির ফসল ফলাতে কৃষকদের সেচ সমস্যার অন্ত নেই।

এ খালে নৌপথে জনচলাচল বিঘিœত হওয়ার পাশাপাশি শুস্ক মৌসুমে গরু মহিসের তেষ্টা মেটাতে সমস্যায় পরতে হচ্ছে। এমনকি কেউ গোসলও করতে পারছে না। চাওড়া ইউনিয়নের ভুক্তভোগী কৃষক মো. নসু মিয়া,হলদিয়ার মোজাম্মেল , আব্দুর রব , আমতলী সদরের মো. জাকির , মো. মনির হোসেনসহ আরও অনেকে জানান পানি প্রবাহ অনিয়মিত থাকায় খালে কচুরিপানার সৃষ্টি হয়ে পানি নষ্ট হয়ে গেছে। সমাবেশে বক্তারা অবিলম্বে খালের কচুরীপানা পরিস্কারের জন্য সরকারের উচ্চ পর্যায়ের আশু হস্তক্ষেপ কামনা করছেন। সমাবেশে কয়েকশত কৃষক ভ’ক্তভোগীরা অংশ গ্রহন করেন।

এ প্রসঙ্গে বরগুনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, খালটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। শীঘ্রই খালটি সংস্কার করা হবে।

Tags: