muktijoddhar kantho logo l o a d i n g

কটিয়াদী

কটিয়াদীতে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকার সমর্থক বাংলাদেশ শিক্ষক সমিতি কটিয়াদী শাখার উদ্যোগে এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবীতে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষকগণ অবিলম্বে ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিল এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবী জানান। অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলে দাবী আদায় করা হবে বলে ঘোষণা দেন।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বেতাল বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নূরুল ইসলাম বিএসসি, নজরুল ইসলাম ফকিরসহ শিক্ষক নেতৃবৃন্দ।

এর আগে কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান কেয়ার হাতে স্মারকলিপিটি তুলে দেন।

Tags: