muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়ার সভাপতিত্বে ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ১ কোটি ৫২লক্ষ টাকা রাজস্ব বাজেট ও ৩ কোটি ৫০ লক্ষ টাকা উন্নয়ন বাজেট ধরে আনুষ্ঠানিক ভাবে ৫ কোটি ২ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, সহকারি কমিশনার (ভ‚মি) ফারজানা রহমান, জেলা পরিষদের সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) পাভেজ আহমেদ সেলিম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ এনামুল হক, উছমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন, ছয়স‚তী ইউপি চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম, ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ আলম, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মোঃ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লায়ন আলী আকবর খান সহ উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও রাজনৈতিক নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টান পরিচালনা করেন, উপজেলা ইউএনও অফিসের নাজির মোঃ রাফিউল হক।

Tags: