muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রাজশাহীতে বিশ্বসঙ্গীত দিবস উপলক্ষে সুর ও সঙ্গীতের মিলনমেলা

২১শে জুন ছিল বিশ্বসঙ্গীত দিবস। সারাদেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হয়। এরই ধারাবাহিকতায় আজ ২৪ জুন রাজশাহীতেও উদযাপিত হলো বিশ্বসঙ্গীত দিবস। সঙ্গীত সংগঠন সম্মিলিত পরিষদ, রাজশাহীর উদ্যোগে পালিত হলো সুর ও সঙ্গীতের মিলনমেলা।

নগরীর পদ্মাপাড়স্থ রবীন্দ্র-নজরুল মঞ্চে আজ সন্ধায় এ অনুষ্ঠানে রাজশাহী শহরের বিভিন্ন সঙ্গীত সংগঠনের অংশগ্রহণে সঙ্গীত পরিবেশিত হয়। এতে অংশ নেয়, আওয়ামী কর্মকর্তা সমিতি, উন্মুক্ত সঙ্গীত বিদ্যালয়, কান্তকবির মেলা, জয়বাংলা, গীত ও রং একাডেমি, ধ্রুবকথা, পঞ্চম সঙ্গীত বিদ্যালয়, হিন্দোল সাংস্কৃতিক গোষ্ঠি, শ্রী সংগীতালয় প্রভৃতি।

সঙ্গীত সংগঠন সম্মিলিত পরিষদ, রাজশাহীর সদস্য সচিব দিলীপ কুমার ঘষ বলেন, আমরা বিশ্বসঙ্গীত দিবসের অংশ হিসেবে এবারই প্রথম এ আয়োজন করি। আজ বাংলাদেশের খেলা থাকায় দর্শনার্থী কিছুটা কম। তবে সব মিলিয়ে আমরা সন্তুষ্ট।

উপস্থিত দর্শনার্থীরাও বেশ আগ্রহের সাথে সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন।

Tags: