muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না আদালত : হাইকোর্ট

রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার শুনানিতে আদালত বলেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না আদালত। নয়ন বন্ড একদিনে তৈরি হয়নি। কেউ পেছন থেকে লালন পালন করেছে।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হলে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার আদালতে এ প্রতিবেদন উপস্থাপন করেন।

এর আগে হাইকোর্টে বরগুনা জেলা প্রশাসক ও পুলিশের সুপারের দাখিল করা ওই প্রতিবেদনে বলা হয়, রিফাত হত্যার ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে পাঁচজন। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার আছেন চারজন। প্রতিবেদনে আরও বলা হয়, আসামি ধরতে অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলা চালালে পুলিশের গুলিতে নিহত হয় নয়ন বন্ড।

উল্লেখ্য, গেল ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে (২২) দিনেদুপুরে কুপিয়ে হত্যা করা হয়।

Tags: