muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

তালতলীতে পাগলীর কোল জুড়ে ফুটফুটে সন্তান, বাবার খোঁজ মেলেনি

আদিম যুগের বর্বতায় ভবঘুরেরাও সন্তানের জন্ম দেয়। সমাজের একাংশ মানুষরূপি নর পিচাশদের হাত থেকে রাস্তায় চলা ভবঘুরেরাও নিস্তার পায়না। সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ যেন অমানুষের রূপ নিতে শুরু করেছে।

বরগুনার তালতলী উপজেলায় অজ্ঞাতনামা এক পাগলী নবজাতক কন্যা শিশুর জন্ম দিয়েছে। কিন্তু এই
নবজাতক শিশুটির বাবা হলোনা কেউ! অর্থাৎ কন্যা শিশুটির বাবার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়বগী ইউনিয়নের বারোঘড় গ্রামে।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত দেড়টার দিকে ওই পাগলী একটি ফুটফুটে কন্যা শিশুর
জন্ম দেয়। ঐ এলাকার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এনায়েত শিকদার জানান, প্রায় দুইমাস আগে অজ্ঞাতনামা ওই পাগলী উপজেলার বারো ঘর বাজারে এসে অবস্থান নেয়। তখনই তাকে দেখে অস্বাভাবিক মনে হয়েছে (গর্ভবতী)। সে দুইমাস ধরে ওই বাজারের রাস্তার উপর ঘুমাত। বিভিন্ন সময় বাজারের অনেক দোকান থেকে চেয়ে চেয়ে খাবার খেতো।’

তিনি আরো জানান, ‘গত বৃহস্পতিবার, রাত ৮ টায় পাগলীটি প্রসব ব্যাথায় চিৎকার করতে থাকে।
এসময় এলাকার ডলি বেগম, সমের্তোবান, ফাতিমা, ফিরোজা, ময়নাসহ তাদের সহায়তায় পাগলীকে ফাতিমার বাড়িতে নিয়ে যায়। পরে ওই দিন রাতেই পাগলী একটি কন্যা শিশুর জন্ম দেয়। মা ও শিশু দুজনই এখন সুস্থ রয়েছে।’

ফাতিমা জানায়, ‘আমি এখন ওই পাগলীর দেখাশোনা করছি। মা ও শিশু দুজনই সুস্থ আছে। তবে কে বা
কারা এমন কাজ করেছে তাদের বিচার চান তিনি।

এদিকে পাগলীটি তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীর কালিকাপুর বলে জানান, তার নাম রুবিনা ডাকনাম কুলসুম। এরই মধ্যে বাচ্চাটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তালতলী মালীপাড়ার জাহাঙ্গীর মাঝি।

তালতলী থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান জানান, ‘বিষয়টি এখনো থানায় কেউ জানায়নি। জানালে
প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে আমরাও খোঁজ-খবর নিয়ে দেখবো।

Tags: