muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ডেঙ্গুতে ১৬৯ মৃত্যুর তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে

দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৬৯ মৃত্যুর তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ৮০টি মৃত্যুর ঘটনা পর্যালোচনা করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। পর্যালোচনায় ৪৭টি মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করেছে পর্যালোচনা কমিটি।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা।

মীরজাদী সেব্রিনা জানান, ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৯৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

Tags: