muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

বাংলাদেশ দল চট্টগ্রামে

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন চট্টগ্রামে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান টাইগাররা। ৫ সেপ্টেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই দলের একমাত্র টেস্ট।

ঢাকায় কন্ডিশনিং ক্যাম্প শেষে শুক্রবার ও শনিবার নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে ব্যাটসম্যানরা খুব বেশি ভালো করতে পারেননি। তবে আশা দেখিয়েছেন পেসাররা। চট্টগ্রামে তিন দিন অনুশীলনের সুযোগ পাবে সাকিব আল হাসানের দল।

চট্টগ্রামে যাওয়ার আগে পেসার ইবাদত হোসেন ও আবু জায়েদ রাহি শুনিয়ে গেছেন ২০ উইকেট নেওয়ার প্রত্যয়। ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন বলেছেন সুযোগ পেলে সেরাটা দিতে তৈরি তিনি।

বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মিরপুরে সাংবাদিকদের মোসাদ্দেক বলেন, ‘ওরা আমাদের সাথে এই প্রথম। আমরা এর আগে ওদের সঙ্গে টি-টোয়েন্টি, ওয়ানডে খেলেছি। টেস্ট ক্রিকেটে ওদের সাথে হয়তো আমাদের খেলা হয়নি। তবে আমি আশা করছি ভালো একটা ম্যাচ হবে।’

নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে ফিফটি পেয়েছিলেন মোসাদ্দেক। ডানহাতি এই অলরাউন্ডার নিজেকে নিয়ে বললেন, ‘আমরা এখানে যে প্র্যাকটিস ম্যাচ খেলেছি, সেখানে ভালো করেছি। এর আগে ফাস্ট ক্লাসেও রান করে আসছি। আমি তাই নিজের দিক থেকে আত্মবিশ্বাসী যে সুযোগ পেলে ভালো কিছু করবো।’

পেসার ইবাদত হোসেন জানালেন সবুজ উইকেট হলে দায়িত্ব নিতে তৈরি তারা, ‘প্রস্তুতি ভালো হয়েছে। আমাদের দেশের মাটিতে খেলা। আমরা চেষ্টা করবো যেন ভালো কিছু করতে পারি। যদি সবুজ উইকেট হয়ে থাকে তবে অবশ্যই আমাদের জন্য ভালো।’

আরেক পেসার আবু জায়েদ রাহির কণ্ঠেও আত্মবিশ্বাস, ‘আমরা আমাদের সেরা ক্রিকেট খেললে অবশ্যই সফল হব। ইকোনমিটা কমিয়ে রাখার জন্য প্রথম স্পেলে যদি একটা-দুইটা পাই তবে ভালো। পরের স্পেলে আরো একটা-দুইটা হলে ভালো। এই প্ল্যানিংয়ের কথাই বলেছেন নতুন বোলিং কোচ।’

Tags: