muktijoddhar kantho logo l o a d i n g

হোসেনপুর

হোসেনপুরে সেই বৃদ্ধা ‘মা’ সমলার পাশে প্রশাসন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোয়ালঘরে আশ্রয় নেওয়া সেই সমলা খাতুনের পাশে দাঁড়িয়েছে প্রশাসন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশে সেই বৃদ্ধা সমলা বিবির বাড়িতে যান হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খলিলুর রহমান সরকার, সাহেদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মাহবুবুল হকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমলা বিবির হাতে বয়স্ক ভাতার কার্ড ও তাৎক্ষণিক কিছু আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিন জানান, বৃদ্ধা সমলা বিবিকে বয়স্ক ভাতা ও কিছু নগদ আর্থিক সহায়তা করা হয়েছে। তাঁর (সমলা বিবি) চলাফেরার সুবিধার্থে একটি হুইল চেয়ারও দেয়া হবে।

তিনি আরো জানান, সমলা বিবির দেখ ভালের তার ছেলেদের দায়িত্ব নিশ্চিত করতে পিতা মাতার ভরণপোষণ আইনের প্রয়োগ ও ব্যবহার সম্পর্কে সতর্ক করা হয়। তাঁর দুই ছেলে এজন্য মায়ের কাছে ক্ষমা চায়। ভবিষ্যতে এমন কাজ হোসেনপুর উপজেলায় হতে দেওয়া হবে না মর্মে সবাই প্রত্যয় ব্যক্ত করেন। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোন মা’কে এভাবে অবহেলিত থাকতে দেওয়া হবে না, এ বিষয়ে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। এমন হৃদয় বিদারক কাজের বিপরীতে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ইউএনও শেখ মহি উদ্দিন।

Tags: