muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

‘বায়োগ্যাস ব্যবহার করি শহরের মতো জীবনযাপন করি, বায়োগ্যাস ব্যবহার করি দুষন মুক্ত পরিবেশ গড়ি’ এসব প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৬ দিন ব্যাপী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী-২০১৯ শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ হলরুমে ইউজিডিপি, স্থানীয় সরকার বিভাগ ও উপজেলা পরিষদের সার্বিক সহযোগীতায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচী আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম।

এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার জামাল নাসের খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নিখিল চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ খাদিজা আক্তার, জাইকা প্রতিনিধি রুজি পারভীন।

উপস্থিত ছিলেন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মোঃ নাঈমুজ্জামান নাঈম, ফারজানা আক্তার, প্রশিক্ষণের ট্রেইনার মেহেদী হাসান, লেয়ার মুরগীর খামারী কবির আহম্মেদ, মোঃ জিল্লুর রহমান, আবু সাঈম, মাহমুদুল হাসান,তানভীর আহম্মেদ, নূরুল আমিন সহ ৩৫ জন খামারী। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম।

Tags: