muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

বাঁশের সাঁকো ৯ গ্রামের মানুষের চলাচলের ভরসা

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ও আমতলী সদর ইউনিয়নের ৯ গ্রামের মানুষকে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে  যাতায়াত করতে হয়  ছাত্র ছাত্রীদের ।

উপজেলার হলদিয়া ইউনিয়নের রামজি খালের ওপরে  তৈরি বাঁশের সাঁকো পার হয়ে চলাচল করেন হলদিয়া, পশ্চিমচিলা, টুঙ্গা  ও  আমতলী সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের  ৬-৭ হাজার মানুষ। তুজিরঘোজা বাজার সংলগ্ন এ খালে  এক সময় খেয়া নৌকা ছিল। তবে গত ১০ বছর আগে এ এলাকাবাসীর উদ্যোগে একটি সাঁকো নির্মাণ করা হয়।

গুরুদলের  মিঠু মিয়া বলেন, আগে খেয়া নৌকা আছিল। মোরা হেইতে পার হইতাম। এ্যাহন অনেক কষ্ট করে বাঁশের হাক্কা পারাই।

দক্ষিণ তক্তাবুনিয়া নেছারিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির  ছাত্র  খবির উদ্দিন ও ৬ষ্ঠ শ্রেণির হাফছা  বলে, কষ্ট করে সাঁকো পার হয়ে মাদরাসায় আসা যাওয়া করতে হয়।

হলদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন বলেন, তুজিরগোজায় ও রামজী খালে  ব্রিজ নির্মাণ এলাকাবাসীর  দির্ঘদিনের দাবি।

আমতলী উপজেলা প্রকৌশলী  নজরুল ইসলাম বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে  অবহিত করবো।

Tags: