muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ভোটাররা যেন তাদের অধিকার প্রয়োগ করতে পারে : সিইসি

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ওপর কর্মকর্তারা প্রশিক্ষণ  নিয়ে দক্ষতা অর্জন করেছেন দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইভিএম টিকে আছি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ঢাকার দুই সিটির রিটার্নিং কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি কথা বলেন।

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘আপনারা অনেকে ইভিএমে নির্বাচন করেছেন। ইভিএম নির্বাচন পরিচালনায় কোনো অসুবিধা নাই।  এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ সফলভাবে করা যায়।’

তিনি বলেন, ‘যদি সবাই বলেন ইভিএম দিয়ে ভালোভাবে নির্বাচন করা যায় না, তাহলে আমরা ইভিএম ব্যবহার করবো না।’

জাতীয় নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় সরকারের নির্বাচনে ইভিএম ব্যবহারের কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘আমরা সুফল পেয়েছি তাই ধরে রেখেছি।’

এ সময় ভোটারদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ভোটাররা যেন তাদের অধিকার প্রয়োগ করতে পারে। ভোটাররা যেন পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারে।’

তবে অনুষ্ঠানে আরেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘ইভিএম নিয়ে অংশীজনের মধ্যে অনেক দ্বিধা-দ্বন্দ্ব আছে। ইভিএম প্রশ্নবিদ্ধ হলে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।’

অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবসহ বাকি তিন কমিশনারও উপস্থিত ছিলেন।

Tags: