muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

বরগুনায় খাল রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

বরগুনা শহরের ভারানী খাল রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। খালটি রক্ষায় এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে গোলবুনিয়া এলাকা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান।

এ সময় সহকারী ভূমি কমিশনার রুবাইয়া ইয়াসমিন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও মেডিকেল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খালের স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে মানববন্ধন, মিছিল, সমাবেশ ও স্মারকলিপিসহ একাধিক কর্মসূচী পালন করে আসছিলো। এসব কর্মসূচি প্রশাসনের নজরে আসায় খাল রক্ষায় আজ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়।

Tags: