muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

জলঢাকায় মুজিববর্ষ উপলক্ষে প্রীতি নারী ফুটবল ম্যাচের উদ্বোধন

নীলফামারীর জলঢাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রীতি নারী ফুটবল ম্যাচের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা পরিষদের সার্বিক তত্বাবধানে জলঢাকা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত প্রীতি নারী ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলার সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সদস্য ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন।

প্রধান অতিথি মুন বলেন, ‘দেশে নারীদেরকে এগিয়ে নিতে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি আমাদের সরকার ক্রীড়া ক্ষেত্রেও নজর রেখেছে। ফলে তারা শুধু জাতীয় পর্যায়েই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও কৃতিত্বের সাক্ষর রাখছে।তাই আসুন বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে আমরা মেয়েদেরকে এগিয়ে নিতে ও সফলতা বয়ে আনতে উৎসাহিত করি।’

এসময় বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রীতি নারী ফুটবল ম্যাচ প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহেদ বাহাদুর, ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সহিদ হোসেন রুবেল, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম, জলঢাকা বনিক সমিতি সভাপতি ও সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু প্রমূখ।

উদ্বোধনী দিনে রংপুর জেলা দল ও দিনাজপুর জেলা দল অংশগ্রহন করে। এতে রংপুর জেলা দল-৩ গোল ও দিনাজপুর জেলা দল-১ গোল। রংপুর জেলা দল জয় লাভ করে।

Tags: