muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

সিরিজ হার বাংলাদেশের

ব্যাটিং নেই কোনো পরিকল্পনা। বোলিংয়ে নেই কোনো বিষ। ফিল্ডিংটাও নড়বড়ে। সব মিলিয়ে ক্রিকেটের তিন বিভাগে গোটা দলটাই যেন এলোমেলো। এমন দল নিয়ে মাঠের ক্রিকেটে শুধু অংশগ্রহণ করা যায়। ভালো ক্রিকেট খেলা যায় না মোটেও। পাকিস্তান যেন সেই সুযোগটা কাজে লাগাল ভালোভাবে। বাংলাদেশকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারিয়ে সিরিজ জিতল হেসেখেলে। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান জিতেছিল ৫ উইকেটে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ ৬ উইকেটে ১৩৬ রান তোলে। জবাবে পাকিস্তান জয় পায় ৯ উইকেট হাতে রেখে, ২০ বল আগে। 

স্কোর: পাকিস্তান ১৩৭/১ (১৬.৪ ওভার)

বাংলাদেশ ১৩৬/৬ (২০ ওভার)

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাঈম শেখ, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), মেহেদি হাসান, শফিউল ইসলাম, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।

পাকিস্তান একাদশ: আহসান আলী, বাবর আজম (অধিনায়ক), শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াশিম, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, ইফতিখার আহেমেদ।

Tags: