muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ইউনিট চালু, ১২জন হোম কোয়ারেন্টইনে

গত ১০ই মার্চ থেকে ১৮ই মার্চ পর্যন্ত বিদেশ থেকে আসা নীলফামারীর ডোমার উপজেলায় একই পরিবারের ৩জন সহ ১২জন হোম কোয়ারেন্টইনে ও স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

বৃহষ্পতিবার উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোহাম্মদ ইব্রাহীম জানান, গত ১০ মার্চ হতে ১৮ই মার্চ অস্টেলিয়া, মালেশিয়া, সিঙ্গাপুর, কঙ্গো, দুবাই ও ভারত থেকে আসা একই পরিবারের ৩ জনসহ ১২ জনকে তাদের দেহে করোনা ভাইরাস আছে কিনা তাহা নিশ্চিত হওয়ার জন্য ১৪দিন হোম কোয়ারেন্টইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি মেডিক্যাল টিম প্রতিদিন তাদের নজরদারী ও চেকাপ করছে।

এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের পক্ষে নজরদারীর পাশাপাশি ব্যাপক সচেতনতার জন্য লিফলেট বিতরণসহ প্রচার জোড়দার করা হচ্ছে।

Tags: