muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে মুক্তি পাচ্ছে ৩১৫ কারাবন্দি

করোনাভাইরাস পরিস্থিতিতে কারাবন্দিরাও ঝুঁকির বাইরে নেই। সংক্রমণের ঝুঁকি এড়াতে দেশের কারাগারগুলো থেকে লঘু অপরাধে দণ্ডিত আসামিদের মুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্দেশের আলোকে কিশোরগঞ্জে দণ্ডিত ৩১৫ জনের তালিকা তৈরি করা হয়েছে।

তালিকাটি অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে জেলা কারাগার কর্তৃপক্ষ। অনুমোদন পাওয়া গেলে তাদের মুক্তি দেওয়া হবে। তবে বড় ধরনের অপরাধীরা এ সুযোগ পাবেন না।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে মুক্তিযোদ্ধার কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ।

তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ছোট অপরাধের সঙ্গে জড়িত, বৃদ্ধ বা অসুস্থদের তালিকা পাঠানো হয়েছে। এদের মধ্যে ৭০ থেকে ৯৫ বছর বয়সী ১৩ জনের নাম রয়েছে। বাকিরা ৬ মাস ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। তা ছাড়া ভালো ব্যবহার বা কাজ করেছেন এমন বন্দিও রয়েছেন তালিকায়। এই তালিকা থেকে বিবেচনা করে সরকার যাদের মুক্তি দেওয়ার নির্দেশনা দিবে সেই অনুযায়ী নির্ধারিত বন্দিরাই মুক্তি পাবে।

Tags: