muktijoddhar kantho logo l o a d i n g

অর্থনীতি

পাটকল শ্রমিকদের মজুরি পরিশোধে ১১৬ কোটি টাকা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) কর্তৃক পরিচালিত পাটকল শ্রমিকদের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত আট সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধের জন্য ১১৬ কোটি টাকার বরাদ্দ দিয়েছে সরকার। এ অর্থ শ্রমিকদের নিজ নিজ অ্যাকাউন্টে চেকের মাধ্যমে প্রদান করা হবে।

অর্থ মন্ত্রণালয় থেকে এটাকে ‘পরিচালন ঋণ’ বা ‘অপারেশন লোন’ হিসেবে এই বরাদ্দ দেয়া হয়েছে। রবিবার অর্থ মন্ত্রণালয়ের থেকে দেয়া একটি চিঠিতে এ কথা জানানো হয়।

চিঠিতে জানানো হয়, আগামী ২০ বছরে (৫ বছরের গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে ষাণ্মাসিক কিস্তিতে এ অর্থ পরিশোধ করতে হবে। আর এ জন্য অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসিকে একটি ঋণ চুক্তি সম্পাদন করতে হবে।

চিঠিতে বিশেষভাবে বলা হয়েছে, বরাদ্দ দেওয়া অর্থ কেবলমাত্র শ্রমিকদের বকেয়া মজুরি ব্যতীত অন্য কোন খাতে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে। বিধি বহির্ভূতভাবে কোনো অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন।

Tags: