muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে গর্ভবতীদের স্বাস্থ্য সেবায় ভ্রাম্যমাণ মেডিকেল

কোভিড- ১৯ এ দুর্যোগের সময় গর্ভবতী, প্রসূতি মা, নবজাতক এবং কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবায় কিশোরগঞ্জে ভ্রাম্যমান মেডিকেল টিম গঠন করা হয়েছে। সোমবার (৪ মে) জেলা প্রশাসকের বাসভবন প্রাঙ্গনে জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী ভ্রাম্যমান স্বাস্থ্য সেবা গাড়ির উদ্বোধন করেন।

দেশের এ সময়ে কিশোরগঞ্জ জেলায় ৪৬ হাজার ৫০০ জন গর্ভবতী নারী রয়েছে।সংক্রমনের ভয়ে এসব নারীরা নিয়মিত মেডিকেল চেকআপ করতে পারছে না।এমতাবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক লকডাউন পরিস্থিতিতে জেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদের সহযোগিতায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা এ কর্মসূচী বাস্তবায়ন করে। কিশোরগঞ্জ সদর উপজেলায় গর্ভবতী নারীদের স্বাস্থ্য সেবায় একটি গাড়ি বরাদ্দ দেয়া হয়েছে। প্রত্যেক উপজেলায় এটি পর্যায়ক্রমে বর্ধিত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, জেলা মহিলা পরিষদের সভাপতি এ্যাড. মায়া ভৌমিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সহকারী মেডিকেল অফিসার ডাঃ শফিক উদ্দিন, এফডব্লিউভি সুস্মিতা রায় প্রমুখ।

Tags: