muktijoddhar kantho logo l o a d i n g

করোনা

দেশে আক্রান্ত ২০ হাজার ছাড়াল, মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই

চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে রেকর্ড ১,২০২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্ত ২০ হাজার ছাড়িয়েছে। এই সময়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বরণ করা ১৫ জনের মধ্যে পুরুষ সাতজন, নারী আটজন।

ছাড়ানো আক্রান্ত নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০,০৬৫ জন। এর মধ্যে আরোগ্য লাভ করেছেন ৩,৮৮২ জন; চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৯ জন। 

করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে শুক্রবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

Tags: